আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।
(সূরা আন-নাহল(১৬), আয়াতঃ ৬৮-৬৯)
প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।’ (সহীহ বুখারি: ৫২৪৮)।
আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)।
Md.Jahirul Islam –
খুবই সুন্দর এই প্রোডাক্টি। যেমন চেয়েছিলাম ঠিক তেমনি পেয়েছি। খুবই কম সময়ের ভিতরে ডেলিভারি পেয়েছি।🥰👍
মোঃ মিজানুর রহমান –
আলহামদুলিল্লাহ, মধু ও হানিনাট হাতে পেয়েছি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে, হাফেজ সাইফুল এ-র কথা ও কাজের মিল আছে……
Rubaiathasan –
দারুন পেয়েছি প্রডাক্ট গুলো অসাধারন ছিলো।
Hazrat Ali –
আলহামদুলিল্লাহ, এই পেজে প্রথম অর্ডার করেছিলাম লিচু ফুলের মধু কম্বো (২ কেজি)। মধু খুবই ভালো। ধন্যবাদ টিমকে। কিন্তু সাথে যে মধুময় বাদাম ফ্রি দিয়েছিলো তাতে আমি এ টুকরাও কাজু বাদাম পাইনি (যদিও প্যাকের গাই লেখা আছে জাম্বু সাইজের কাজু বাদাম আছে উপকরণ হিসাবে)। এটা ফ্রি তাই এমন অবহেলা নাকি আমার কপাল খারাপ আল্লাহ ভালো জানেন। এ বিষয়টা দেখবেন আশাকরি।
Sohel Rana –
আলহামদুলিল্লাহ ♥️
আপনাদের প্রোডাক্ট এবং অতি অল্প সময়ের মধ্যে ডেলিভারি নিশ্চিত করা উভয়ই প্রসংশনীয়**ধন্যবাদ**@শেফা ন্যাচারাল ফুড।