আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।
(সূরা আন-নাহল(১৬), আয়াতঃ ৬৮-৬৯)
প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।’ (সহীহ বুখারি: ৫২৪৮)।
আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)।
রহমতউল্লাহ –
খুবই মানসম্মত এবং ভালো প্রোডাক্ট
আব্দুর রহমান মাহবুবী –
আলহামদুলিল্লাহ ।আপনাদের প্রতিটি পণ্যই মান সম্মত ।
আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
sadikur Rahman –
আলহামদুলিল্লাহ আপনাদের মধু টা অনেক ভালো ও অনেক স্বাদের
S M Jilhoz –
সত্যিই অসাধারণ প্রোডাক্ট।আমি খুশি মধু ও হানিনাট এর গুনাগুণ দেখে❤️🩹❤️🩹